42318

09/05/2025 এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, চুমু খেলেন মিমি-শুভশ্রী!

এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, চুমু খেলেন মিমি-শুভশ্রী!

বিনোদন ডেস্ক

৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫

দুর্গাপুজা মানেই কলকাতা শহরজুড়ে রঙ, আলো, আর তারকাদের ঝলক। আর সেই উত্‍সবের আবহে এবার এক অনন্য মুহূর্ত উপহার দিলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী— মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। একজন রাজ চক্রবর্তীর সাবেক প্রেমিকা, অন্যজন পরিচালকের স্ত্রী।

অতীতের জটিলতা, গসিপ, আর টলিপাড়ার কানাঘুষোকে পিছনে ফেলে, তারা একসঙ্গে ধরা দিলেন এক ফ্রেমে। রাজকে ভুলে দুই সুন্দরী ডুবলেন ব্র্যোম্যান্সে। মিমির উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল শুভশ্রীর গলায়, এদিকে রাজের স্ত্রীর গালে আনন্দে চুমু খেলেন তার প্রাক্তন।

ঘটনাটি ঘটেছে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। মেকআপ ভ্যানে তোলা একটি রিল ইতোমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে শুভশ্রীকে বলতে শোনা গেছে, ‘বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি।’

শুভশ্রীর মন্তব্যের পর মিমি আবার আবেগপ্রবণ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে অভিনেত্রীর গালে চুমু খান।

এই দৃশ্য দেখে অবাক নেটপাড়া। ভিডিওটি দেখে অনেকে মন্তব্য করেছেন, একটা সময়ে রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট, আর আজ প্রাক্তন প্রেমিকের স্ত্রী শুভশ্রীর সঙ্গে এমন রসায়ন?

তবে এর আগে এক ফ্রেমে কখনও দেখা যায়নি মিমি-শুভশ্রীকে। একবার একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করলেও, তখনও শুটিং হয়েছিল আলাদা আলাদা। কিন্তু এবার সব দূরত্ব পেরিয়ে, দুর্গাপুজার স্পেশ্যাল শুটে একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তারা— একই কোম্পানির হয়ে ধরা দিলেন এক ফ্রেমে।

‘গৃহপ্রবেশ’-এর পর ‘ধূমকেতু’- এই মুহূর্তে টলিপাড়ায় শুভশ্রী ঝড় তুলেছেন। তবে পুজায় মুক্তি পাচ্ছে মিমির ‘রক্তবীজ ২’ , যেখানে অভিনেত্রীকে দেখা যাবে বিকিনি লুকে। শুভশ্রী আগেই প্রশংসা করেছেন মিমির ফিটনেস ও স্টাইলের, বলেছিলেন ‘ওকে কুর্নিশ জানাই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]