42119

09/01/2025 আফগানিস্তানের ভূমিকম্পে প্রাণহানি: মাওলানা আজহারীর দোয়া ও সমবেদনা

আফগানিস্তানের ভূমিকম্পে প্রাণহানি: মাওলানা আজহারীর দোয়া ও সমবেদনা

ধর্ম ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৯

আফগানিস্তানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বলেন- ‘হে আল্লাহ! আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ভাই-বোনদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আহতদেরকে দ্রুত সুস্থ করুন, তাদের পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার শক্তি দিন এবং সকল প্রকার বিপদ-আপদ থেকে আমাদের হেফাজত করুন।’

এই মানবিক বার্তায় ইতোমধ্যে হাজারো মানুষ মন্তব্য ও শেয়ারের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই এই বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে আফগান জনগণের জন্য দোয়া ও সহমর্মিতার আহ্বান জানাচ্ছেন।

প্রেক্ষাপট
গত রোববার গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চল একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। আল জাজিরার তথ্যমতে, পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জন নিহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জরুরি মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। মুসলিম উম্মাহকে এই সংকটে প্রার্থনা ও সহানুভূতির মাধ্যমে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব।

আল্লাহ তাআলা আফগানিস্তানের এই কঠিন মুহূর্তে তাদের সহায় হোন, শহীদদের জান্নাতবাসী করুন এবং আমাদের সবাইকে এমন বিপদ থেকে হেফাজত করুন। আমিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]