42067

09/02/2025 ১১ মাস পর ৫৬০০ পয়েন্ট ছাড়াল ডিএসইএক্স, প্রথম ঘণ্টায় লেনদেন হলো ৩৬৭ কোটি

১১ মাস পর ৫৬০০ পয়েন্ট ছাড়াল ডিএসইএক্স, প্রথম ঘণ্টায় লেনদেন হলো ৩৬৭ কোটি

অর্থনৈতিক প্রতিবেদক

১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ মাস পর ৫ হাজার ৬০০ পয়েন্টের ঘর অতিক্রম করেছে। এসময় পর্যন্ত ডিএসইতে যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে বেড়েছে বেশি সংখকের। তবে লেনদেনে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ঢাকার এই পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর এক্সচেঞ্জটির এই সূচকটি ৫ হাজার ৬০০ পয়েন্টের উপরে ছিল। ওইদিন সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৬২৪ পয়েন্টে।

সোমবার (১ সেপ্টেম্বর) ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে উঠেছে এবং শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮২টির। বিপরীতে কমেছে ১৫১টির। আর ৫৯টির দর অপরিবর্তিত ছিল।

প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটিতে মোট ৩৬৬ কোটি ৮৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এই সময় পর্যন্ত লেনদেন হয়েছিল ৪০১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির শেয়ার। এ সময় পর্যন্ত ডিএসইতে কোম্পানিটির ১২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকালও প্রথম ঘন্টায় এই শেয়ারটির সর্বোচ্চ লেনদেন হয়, যার পরিমান ছিল ২১ কোটি ৮ লাখ টাকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]