42057

09/04/2025 টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৫০ জন

টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৫০ জন

জেলা সংবাদদাতা, টাঙ্গাইল

১ সেপ্টেম্বর ২০২৫ ১১:০১

টাঙ্গাইলে পুলিশের রিক্রুট পদে মাত্র ১২০ টাকার পোস্টাল অর্ডার জমা দিয়ে মেধা তালিকায় চূড়ান্ত নিয়োগ পেলেন ৫০ জন। আরও ১০ জন প্রার্থীকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে। মেধা তালিকায় চাকরি পেয়ে খুশি প্রার্থীরা।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন।

জুন-২০২৫ এ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য এই জেলা থেকে আবেদনকারী প্রার্থীদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পুরুষ ৩ হাজার ৭৩ জন ও নারী ২৩৯ জনসহ মোট ৩ হাজার ৩১২ জন প্রার্থীকে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাই করা হয়।

গত ১০ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ হাজার ৫০৩ জন ও নারী ৪৮ জনসহ মোট ১ হাজার ৫৫১ জন প্রার্থী যোগ্য বিবেচিত হন।

গত ১১ আগস্ট ১ হাজার ৫৫১ জন প্রার্থী শারীরিক সহনশীলতা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ২১৩ জন ও নারী ৪১ জনসহ মোট ১ হাজার ২৫৪ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন।

১২ আগস্ট শারীরিক সহনশীলতা পরীক্ষার পর পুরুষ ৭২৮ জন ও নারী ৩৯ জন সহ মোট ৭৬৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন।

গত ২৩ আগস্ট লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মধ্যে পুরুষ ৭১৯ জন ও নারী ৩৮ জন মোট ৭৫৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৬ জনের মৌখিক পরীক্ষা শেষে ৫০ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য এবং ১০ জন অপেক্ষমাণ হিসেবে বিবেচিত হন। ফলাফল শেষে পুলিশ সুপার প্রার্থীদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান ও তাদের মুখে মিষ্টি তুলে দেন। চুড়ান্ত বাছাই পর্বে নির্বাচিত হয়ে খুশি প্রার্থীরা। দেশের সেবায় দায়িত্বের সঙ্গে নিজেদের নিয়োজিত রাখবেন বলে জানান তারা।

টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]