42020

10/22/2025 শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট ২০২৫ ১৭:১৮

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ডাবল লেগ পদ্ধতির শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামের ম্যাচটিতে ৪-৩ গোলে ব্যবধানে জয় পায় টাইগ্রেস মেয়েরা।

ম্যাচের শুরুতেই গোল করে ভারতকে চমকে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ২৪ সেকেন্ডেই এগিয়ে যায় লাল-সবুজরা। বাম পাশ থেকে মামুনি চাকমার ক্রসে হেড করে গোল করেন পূর্ণিমা মারমা। তবে খুব বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে বাংলাদেশের অধিনায়ক অর্পিতা বিশ্বাসের ভুলের সুযোগ নিয়ে বল কেরে নিয়ে গোল করেন ভারতের আনুস্কা কুমারী। এবারের আসরে এটি ছিল তার পঞ্চম গোল।

তবে প্রথমার্ধে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৩৪ মিনিটে সুরভী আক্তার প্রীতির ব্যাকহিল পাস থেকে আলপি আক্তার দারুণভাবে গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

এসএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]