বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল ভাষায় তুলে ধরেছেন বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
ভারতীয় উপমহাদেশে যখন বিট্রিশের দৌরাত্ম্য তখন শাসকদের নাকের ডগায় বসে ১৯২৬ সালের ৩১ আগস্ট শরৎচন্দ্রের আলোচিত উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশিত হওয়া। এরপর ব্রিটিশবিরোধী আন্দোলন আরও জোরালো হয়েছিল।ফলে ১৯২৭ সালের জানুয়ারিতে বইটি নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন বিট্রিশ সরকার।
আগামী বছরের আগস্টে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা ‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের শতবর্ষ পূর্তি হবে। এ উপলক্ষে ‘পথের দাবী’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছে পরিচালক সৃজিত মুখার্জি। ছবির নাম ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। আজ সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা।
শরৎচন্দ্রের আলোচিত উপন্যাস ‘পথের দাবী’-এর সব্যসাচীর চরিত্র শাসকের বিরুদ্ধাচারণ আজও কীভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়— তা নিয়ে সিনেমার গল্প সাজিয়েছেন সৃজিত। নির্মাতার ভাষ্য, “পথের দাবী’-এর রচনাকাল, সেই সময়ের রাজনীতি, উপন্যাসটি নিষিদ্ধ হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা এবং ব্যক্তিত্বদের নিয়েই সিনেমাটি বানাচ্ছি।’
এরপর তিনি বলেন, ‘সেই সময় শুধু বাংলার নয়, পুরো ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর লেখা থেকে মঞ্চসফল নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, তাঁর উপন্যাস ইংরেজিতে অনুবাদ হয়ে বের হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। সেরকম সাফল্যের তুরীয় পর্যায়ে বসে সেই মানুষটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছেন, সেটা ভীষণ ইন্সপায়ারিং।’
এরইমধ্যে চিত্রনাট্য লেখার কাজ শেষ। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে শুটিং শুরু করবেন সৃজিত। ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে সিনেমাটি। অভিনয়ে কারা থাকছেন, তা এখনই প্রকাশ করতে চাইছেন না পরিচালক।
এসএম/রিয়া