নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রি. জে. আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমুলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি জানান এবারের নির্বাচনে প্রবসী ও জেলাখানার বন্দীরা ভোট দিতে পারবেন। বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিলো সে পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন।
এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে। তাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই বলেও জানান এই ইসি সচিব।