41967

09/04/2025 এক নারীকে গুমের অভিযোগ ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের বিরুদ্ধে

এক নারীকে গুমের অভিযোগ ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট ২০২৫ ১২:১৯

এক সময় ব্রাজিলের রক্ষণভাগে পাহাড়ের মতো ভরসা ছিলেন তিনি। ইউরোপের নামজাদা ক্লাবগুলো মাতিয়ে ফিরেছেন, জাতীয় দলের হয়ে গড়েছেন দাপুটে ক্যারিয়ার। সেই ব্রাজিল তারকা ফুটবলার ডেভিড লুইজের নাম উঠে এসেছে এক ভয়ঙ্কর অভিযোগে! বয়স এখন ৩৮, মাঠের বাইরে নিজের অতীত জীবনের এক অন্ধকার অধ্যায়ে জড়িয়ে পড়েছেন এই সেন্টার-ব্যাক।

ব্রাজিলের এক সমাজকর্মী নারী, ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা, অভিযোগ করেছেন; লুইজ তাকে গুমের হুমকি দিয়েছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই নারীর জন্য সুরক্ষা আদেশও জারি করেছেন। এমনটায় জানা গেছে ব্রাজিলের গণমাধ্যম সূত্রে।

ঘটনার সূত্রপাত ব্রাজিলের ক্লাব ফোর্তালেজায় লুইজের খেলার সময়। তখনই গড়ে ওঠে লুইজ ও বারবারোসার মধ্যে এক ‘ব্যক্তিগত সম্পর্ক’। তবে সেই সম্পর্ক ছিল বিবাহবহির্ভূত। সময়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও, তা পরিণতির বদলে এক ভয়ের গল্প হয়ে ফিরে এসেছে বারবারোসার জীবনে।

পুলিশে দেওয়া অভিযোগে বারবারোসা জানিয়েছেন, লুইজ ইনস্টাগ্রামের মাধ্যমে তাকে হুমকি দেন। তার ভাষায়, ‘‘একটি নির্দিষ্ট বার্তায় লুইজ স্পষ্ট করে বলেন,‘তুমি জানো আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। আমি চাইলে তোমাকে সহজেই গায়েব করে দিতে পারি। আমার লোক আছে। তারা জানে তুমি কোথায় আছো। আর আমার কিছুই হবে না। এগুলো মুছে দাও।’’’

ভুক্তভোগীর আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরা জানান, বারবারোসা ও লুইজের কথোপকথন হতো ইনস্টাগ্রামে। সেখানেই আসে এই ভয়াবহ হুমকি। এ হুমকির পরই বারবারোসা পুলিশের কাছে অভিযোগ করেন এবং পরদিন আদালতে গিয়ে নিজ নিরাপত্তার জন্য আবেদন জানান।

এই গুরুতর অভিযোগের বিষয়ে সাবেক চেলসি ও পিএসজি ডিফেন্ডার ডেভিড লুইজের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া আসেনি। তার জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ‘যেহেতু এটি বিচারিক গোপনীয়তার অধীনে থাকা একটি মামলা, তাই খেলোয়াড় জনপরিসরে কোনো মন্তব্য করবেন না।’

ব্রাজিলের হয়ে ৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ২০১৪ বিশ্বকাপে ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তবে ক্যারিয়ারের গোধূলিতে এসে এমন একটি অভিযোগ যেন তার সেই ‘স্মাইলিং ওয়ারিয়র’ ইমেজে ফাটল ধরিয়ে দিয়েছে।


এসএম/রিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]