41908

08/31/2025 রাজধানীতে জাতীয় পার্টিসহ দেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে ‘হুলিয়া মিছিল’

রাজধানীতে জাতীয় পার্টিসহ দেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে ‘হুলিয়া মিছিল’

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৫ ১৭:১৮

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল করছে জুলাই মঞ্চের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টার দিকে জুলাই মঞ্চের নেতাকর্মীরা কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে মিছিল নিয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছেন। তাদের ব্যানারে লেখা রয়েছে-‘জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল’। নেতাকর্মীরা মিছিল থেকে ‘নুর ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন বিচার চাই’ স্লোগান দিচ্ছেন।

এদিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ও আশপাশে সকাল থেকে শতাধিক পুলিশ অবস্থান নিয়েছে। জুলাই মঞ্চের মিছিল কেন্দ্র করে পুলিশকেও সতর্ক পাহারায় দেখা গেছে। জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীকে কার্যলয়টিতে অবস্থান করতে দেখা গেছে। তবে পুলিশ কাউকে এর সামনে অবস্থান করতে দিচ্ছে না।

রমনা মডেল থানার ওসি অপারেশন আতিকুল ইসলাম খন্দকার গণমাধ্যমকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সতর্ক আছি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পরে রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এরপর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতারা ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে তার দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

অপরদিকে নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতিতে সরকার বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই আন্দোলনের অগ্রগামী নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের অবিচল সংগ্রামী নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীকে আশ্বস্ত করছে যে, এ ঘটনায় দ্রুততম সময়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হবে। প্রভাব বা অবস্থান যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। ন্যায়বিচার নিশ্চিত করা হবে স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]