41886

08/31/2025 হামলার পুনরাবৃত্তি রোধে গণতন্ত্রের রূপান্তর দ্রুত শেষ করা হবে : মঈন খান

হামলার পুনরাবৃত্তি রোধে গণতন্ত্রের রূপান্তর দ্রুত শেষ করা হবে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৫ ১৫:০৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পুনরাবৃত্তি চান না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর শেষে এ সব কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে গণতন্ত্রের যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি অতি শিগগিরই শেষ করব। যাতে নুরের ওপর যে অত্যাচার হয়েছে, তা আর কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুরুল হক নুরের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে মঈন খান বলেন, কেন তাকে এ পরিণতিতে আসতে হলো তা ভেবে দেখতে হবে। এমন নির্মম নির্যাতন বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না।

এ সময় নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে মঈন খান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর করার একমাত্র উপায়। জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনা করবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। এখানে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। গায়ের জোরে কারো মুখ বন্ধ করা যাবে না।

বিএনপির শান্তিপূর্ণ রাজনীতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আব্দুল মঈন খান বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, অশান্তির রাজনীতিতে নয়।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]