41868

08/31/2025 তালিকায় অভিনেতা উদ্যোক্তা গায়ক, টেইলর সুইফটের প্রাক্তনের সংখ্যা কত?

তালিকায় অভিনেতা উদ্যোক্তা গায়ক, টেইলর সুইফটের প্রাক্তনের সংখ্যা কত?

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট ২০২৫ ১২:৫৬

গান, সিনেমা– দুই মাধ্যমেই দ্যুতি ছড়ান হলিউড তারকা টেইলর সুইফট। ১২টি গ্র্যামিসহ বিভিন্ন পুরস্কার দিয়ে ঝুলি করেছেন কানায় কানায় পূর্ণ। অসংখ্য অনুরাগী তার। প্রেমিকের সংখ্যাও দীর্ঘ। চলুন জানা যাক টেইলর সুইফটের প্রাক্তনের সংখ্যা কত?

টেইলর সুইফটের প্রাক্তনের সংখ্যা ৯। এ তালিকায় আছেন অভিনেতা, উদ্যোক্তা, গায়ক। ২০০৮ সালে সম্পর্কে জড়ান ‘জোনাস ব্রাদার্স’-এর গায়ক জো জোনাসের সঙ্গে। এ সম্পর্কের আয়ু ছিল মাত্র তিন মাস।

এরপর তিনি মন দেন টেলর লন্টনারকে। ২০০৯-এ সম্পর্কের সূত্রপাত ১০-এ বিচ্ছেদ। টেইলর নিজেই সরে এসেছিলেন। তবে কারণ কখনও জানাননি। এরপর গায়িকা পড়েন ১৫ বছরের বড় জন মেয়রের প্রেমে।

টেইলরের প্রেমিকের তালিকায় নাম আছে হলিউডের জনপ্রিয় অভিনেতা জেক জিলানহলের। ২০১০ সালে এক হয়েছিলেন তারা। কয়েক মাস পর বেঁকে যায় দুজনের পথ। এরপর অনেক দিন একা ছিলেন টেইলর।

২০১২ সালে উদ্যোক্তা জন কেনেডির প্রেমে পড়েন টেইলর। এরপর ২০১২-২০১৪ সাল পর্যন্ত দুই বছরের মতো প্রেম করেন ব্রিটিশ তারকা হ্যারি স্টাইলের সঙ্গে।

১০১৫-২০২৩ সাল পর্যন্ত টেইলরের জীবনে আসে তিন জন পুরুষ। তারা হলেন যথাক্রমে ডিজে কেলভিন হ্যারিস, ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টন এবং অভিনেতা জো অলউইন। এরমধ্যে দীর্ঘ সম্পর্ক ছিল জো অলউইনের সঙ্গে। যদিও বিচ্ছেদই ছিল শেষ পরিণতি।

তবে বিচ্ছেদ হলে মানুষজন যখন জীবনের ওপর নিয়ন্ত্রণ হারায় টেইলরের ওপর তখন চেপে বসে সৃজনশীলতা। প্রতিটি বিচ্ছেদের পর একটি করে গান লেখেন তিনি।

সম্প্রতি আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদানের মাধ্যমে বিচ্ছেদ উপাখ্যানের ইতি টেনেছেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর গেল ২৬ আগস্ট টেইলর জানিয়েছেন বাগদানের খবর।

গান, সিনেমা– দুই মাধ্যমেই দ্যুতি ছড়ান হলিউড তারকা টেইলর সুইফট। ১২টি গ্র্যামিসহ বিভিন্ন পুরস্কার দিয়ে ঝুলি করেছেন কানায় কানায় পূর্ণ। অসংখ্য অনুরাগী তার। প্রেমিকের সংখ্যাও দীর্ঘ। চলুন জানা যাক টেইলর সুইফটের প্রাক্তনের সংখ্যা কত?

টেইলর সুইফটের প্রাক্তনের সংখ্যা ৯। এ তালিকায় আছেন অভিনেতা, উদ্যোক্তা, গায়ক। ২০০৮ সালে সম্পর্কে জড়ান ‘জোনাস ব্রাদার্স’-এর গায়ক জো জোনাসের সঙ্গে। এ সম্পর্কের আয়ু ছিল মাত্র তিন মাস।

এরপর তিনি মন দেন টেলর লন্টনারকে। ২০০৯-এ সম্পর্কের সূত্রপাত ১০-এ বিচ্ছেদ। টেইলর নিজেই সরে এসেছিলেন। তবে কারণ কখনও জানাননি। এরপর গায়িকা পড়েন ১৫ বছরের বড় জন মেয়রের প্রেমে।

টেইলরের প্রেমিকের তালিকায় নাম আছে হলিউডের জনপ্রিয় অভিনেতা জেক জিলানহলের। ২০১০ সালে এক হয়েছিলেন তারা। কয়েক মাস পর বেঁকে যায় দুজনের পথ। এরপর অনেক দিন একা ছিলেন টেইলর।

২০১২ সালে উদ্যোক্তা জন কেনেডির প্রেমে পড়েন টেইলর। এরপর ২০১২-২০১৪ সাল পর্যন্ত দুই বছরের মতো প্রেম করেন ব্রিটিশ তারকা হ্যারি স্টাইলের সঙ্গে।

১০১৫-২০২৩ সাল পর্যন্ত টেইলরের জীবনে আসে তিন জন পুরুষ। তারা হলেন যথাক্রমে ডিজে কেলভিন হ্যারিস, ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টন এবং অভিনেতা জো অলউইন। এরমধ্যে দীর্ঘ সম্পর্ক ছিল জো অলউইনের সঙ্গে। যদিও বিচ্ছেদই ছিল শেষ পরিণতি।

তবে বিচ্ছেদ হলে মানুষজন যখন জীবনের ওপর নিয়ন্ত্রণ হারায় টেইলরের ওপর তখন চেপে বসে সৃজনশীলতা। প্রতিটি বিচ্ছেদের পর একটি করে গান লেখেন তিনি।

সম্প্রতি আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদানের মাধ্যমে বিচ্ছেদ উপাখ্যানের ইতি টেনেছেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর গেল ২৬ আগস্ট টেইলর জানিয়েছেন বাগদানের খবর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]