অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে তারকাদের জড়িত থাকার ঘটনা নতুন না। এবার এ তালিকায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। অবৈধ অ্যাপে জড়িত থাকার কারণে তাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।
জানা গেছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলমান তদন্তের অংশ হিসেবে দেশটির তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অংশ হিসেবে অঙ্কুশকেও ইডির দফতরে হাজিরা দিতে হবে। ২৬ সেপ্টেম্বর নির্ধারিত তারিখ। তবে বিষয়টি নিয়ে অঙ্কুশ কোনো প্রতিক্রিয়া জানাননি।
গত বছর বেটিং অ্যাপে জড়িত থাকার অভিযোগে বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নাম এসেছে। অবৈধ বেটিং অ্যাপে প্রচারের অভিযোগে বহু বলিউড, দক্ষিণে সিনেতারকাদের পাশাপাশি ক্রিকেটারদের নামও চর্চার শিরোনামে এসেছে। সূত্রের খবর, এবার সেই তালিকাতেই অঙ্কুশ।
এদিকে পূজায় মুক্তি পেতে যাচ্ছে ‘রক্তবীজ ২’। এতে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। আরও আছেন মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির আইটেম গান। তাতে কোমর দুলিয়ে বাজার গরম করেছেন নুসরাত জাহান।