41784

08/29/2025 নাম ‘পরিবর্তন’ করলেন হালান্ড

নাম ‘পরিবর্তন’ করলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ১৬:৫২

র্তমান সময়ের সেরা ফরোয়ার্ডদের তালিকা করলে সেখানে অনায়াসে জায়গা করে নেবেন আর্লিং ব্রট হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে ধারাবাহিকভাবে নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন তিনি। জাতীয় দলেও ভরসার অপর নাম হালান্ড। বলা যায় ফুটবল মাঠে নরওয়ের ভালো করার অনেকটাই নির্ভর করে হালান্ডের ভালো খেলার ওপর।

সামনেই জাতীয় দলের হয়ে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামবেন হালান্ড। এর আগে জার্সিতে বিশেষ একটি পরিবর্তন আনছেন ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার। জাতীয় দল নরওয়ের জার্সির পেছনে থাকা নিজের নাম পরিবর্তন করেছেন তিনি। ২৫ বছর বয়সী এই তারকা এখন থেকে জার্সিতে তার পুরো পদবি ব্যবহার করবেন। ফলে জার্সিতে লেখা থাকবে ‘ব্রট হালান্ড।’

আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মলদোভাকে আতিথ্য দেবে। বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে আছে গ্রুপ ‘আই’তে। যেখানে প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো হচ্ছে ইসরায়েল, ইতালি, এস্তোনিয়া এবং মলদোভা।

প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুটা দারুণ হয়েছে হালান্ডের। উদ্বোধনী দিনে উলভসের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে তার গোল সংখ্যা ৪২। কখনও বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে না খেলা হালান্ড এবার নরওয়েকে বিশ্বকাপে তুলতে মুখিয়ে আছেন। নরওয়েও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে হালান্ডের জ্বলে ওঠার অপেক্ষায়।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]