41728

08/28/2025 ‘প্রিন্স’ উন্মাদনা শুরু, ফ্যান মেড পোস্টারে সয়লাব সোশ্যাল মিডিয়া

‘প্রিন্স’ উন্মাদনা শুরু, ফ্যান মেড পোস্টারে সয়লাব সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক

২৮ আগস্ট ২০২৫ ১১:৪৭

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা ভর করে। এবার শাকিবিয়ানদের উন্মাদনার পালে হাওয়া দিয়েছে অভিনেতার আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর পোস্টার। গত ২২ আগস্ট কিং খানের আগামী বছরের ঈদুল ফিতরের ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে।

পোস্টারে দেখা গেছে, দুই হাতে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছেন শাকিব। পোস্টারে অভিনেতার পেছন থেকে দেখানো হয়েছে।অস্ত্র হাতে অনেকগুলো মানুষ তাঁকে চারপাশ থেকে ঘিরে রেখেছেন। যা সংঘর্ষের ইঙ্গিত দেয়। পোস্টারে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা উত্তরা, আসকোনা, বাড্ডা, গান্ডারিয়া, শাঁখারী বাজার, কারওয়ান বাজার, কাফরুল, মোহাম্মদপুর ও গাবতলীকে একটি মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পোস্টার দেখে ধারণা করা হচ্ছে, গল্পটি ঢাকা শহরের গ্যাং, ক্ষমতা, রাজনীতি বা অপরাধ জগতের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

‘প্রিন্স’ -এর পোস্টারে শাকিবের পেছন থেকে দেখানো হয়েছে। তবে ফ্যান মেড পোস্টার নজর কেড়েছে নেটিগরিকদের। শাকিব ভক্তদের তৈরি ‘প্রিন্স’ -এর পোস্টারে সয়লব ফেসবুক ফিড! শাকিবিয়ানদের তৈরি পোস্টারে ভয়ংকর লুকে দেখে গেছে কিং খানকে! তাঁর এক হাতে অস্ত্র, অন্যহাত দিয়ে লোহার চেইন ধরে আছেন। অভিনেতার সামনে ও পেছনে ঝুলানো রয়েছেন অনেকগুলো মানুষের গলা কাঁটা মাথা।

‘প্রিন্স’ -এর ফ্যান মেড পোস্টার নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। একজন লিখেছেন, “প্রিন্স’ মুভির ফ্যান ম্যাড পোস্টার এমন হলে আগুন লাগিয়ে দিবে সিনেমা হলে।” অন্য একজন লিখেছেন, ‘অফিসিয়াল পোস্টারের থেকে ফ্যানমেড পোস্টগুলো বেশি সুন্দর এবং গর্জিয়াস হয়।’ আরও একজন লিখেছেন, ‘এটা সেরা ছিল।’

ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে শাকিব খানের নতুন সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, চীনের টেকনিশিয়ানরা কাজ করবেন এ সিনেমায়। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সাথে সাথে চীনেও একযোগে মুক্তি পাবে শাকিবের আসন্ন সিনেমা।মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]