41669

08/28/2025 অনুমতি ছাড়া ভিডিও করায় ক্ষুব্ধ অভিনেত্রী

অনুমতি ছাড়া ভিডিও করায় ক্ষুব্ধ অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৭ আগস্ট ২০২৫ ১৭:২৪

বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা তুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংলো। রাজ কাপুরের কৃষ্ণরাজ প্রোপার্টির জায়গায় গড়ে ওঠা এই প্রাসাদসম বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি, আর তিন বছরের দীর্ঘ পরিশ্রম।

এরই মধ্যে বাংলোর একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয়ে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। শুরু হয় আলোচনা-সমালোচনা। আর সেই আলোচনার ঝড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী আলিয়া ভাট।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন— আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।

অনুরোধ করে আলিয়া ভাট বলেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন, তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন।

এ ঘটনায় অনেক নেটিজেনই আলিয়া ভাটের পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন লিখেছেন— এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন। আরেক নেটিজেন লিখেছেন—সব দোষ পাপারাজ্জিদের নয়, হয়তো মিডিয়াকে আগভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]