4166

05/18/2024 ভারতে আটকেপড়া বাংলাদেশিরা ফিরবেন ২৩ মে

ভারতে আটকেপড়া বাংলাদেশিরা ফিরবেন ২৩ মে

জেলা সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

১৭ মে ২০২১ ১৮:৫৫

করোনাভাইরাসের কারণে অদ্ভুত পরিস্থিতিতে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা ২৩ মে থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরতে পারবেন। তবে দেশে প্রবেশের পর তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হবে।

রোববার (১৬ মে) তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লকডাউন শুরু হওয়ায় তা পিছিয়ে গেছে ২৩ মে পর্যন্ত।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সোনামসজিদ ইমিগ্রেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বীসহ ইমিগ্রেশন কর্মকর্তারা।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকরা সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে এলে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ জন্য তাদের নির্ধারিত হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে কারও করোনা পজিটিভ হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকা কেউ যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য পুলিশ প্রহরারও ব্যবস্থা থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]