41610

08/27/2025 চেন্নাই থেকেই আইপএলকে বিদায় বললেন ভারতের সাবেক ক্রিকেটার

চেন্নাই থেকেই আইপএলকে বিদায় বললেন ভারতের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট ২০২৫ ১২:৪৯

ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার আইপিএলের অধ্যায়ও শেষ করলেন এই ক্রিকেটার।

বুধবার সকালে ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একটি পোস্টে তিনি লেখেন, “আজ আমার আইপিএল ক্রিকেটার হিসেবে পথচলার শেষ দিন, তবে আজ থেকেই বিভিন্ন লিগে খেলার মাধ্যমে ক্রিকেটকে নতুনভাবে আবিষ্কারের যাত্রা শুরু।”

আইপিএলে অশ্বিন ১৮৭টি উইকেট নিয়ে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি। তার ইকোনমি রেট ৭.২। ২০০৯ সালে আইপিএল যাত্রা শুরু করে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। অধিনায়কত্বও করেছেন একাধিকবার।

২০২4 সালে ৯.৭৫ কোটি রুপিতে চেন্নাইয়ে ফেরেন অশ্বিন। তবে সেই মৌসুমটি ছিল সবচেয়ে ব্যয়বহুল—প্রতি ওভারে গড় রান দিয়েছেন ৯.১২, আর খেলেছেন মাত্র ৯টি ম্যাচ।

আইপিএল ছাড়লেও ক্রিকেটকে বিদায় জানাননি অশ্বিন। এবার তিনি বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। এর জন্য তাকে তামিলনাডু প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়াতে হতে পারে।

যদি ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়, তাহলে তাকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজের সিপিএলে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]