41520

08/26/2025 আজ বৈঠকে বসবেন নেতানিয়াহু, আসতে পারে যে সিদ্ধান্ত

আজ বৈঠকে বসবেন নেতানিয়াহু, আসতে পারে যে সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২৫ ১৬:১১

নিজের সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৬ আগস্ট) বৈঠকটি হবে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গাজা উপত্যকার গাজা সিটিতে বড় ধরনের সামরিক হামলা চালানোর ব্যাপারে সিকিউরিটি ক্যাবিনিটে আলোচনা হতে পারে।

স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে কি না সেটি নিশ্চিত নয় বলে জানিয়েছে একটি সূত্র।

ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজকের বৈঠকের এজেন্ডায় যুদ্ধবিরতির বিষয়টি নেই।

তবে ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, গাজা ইস্যুর সঙ্গে যুদ্ধবিরতি চেষ্টার বিষয়টি নিয়ে দখলদাররা আলোচনা করবেন।

গত সপ্তাহে হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলোকে জানায় তারা ইসরায়েলের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায়। তবে দখলদার ইসরায়েল এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, আজকের বৈঠকে হামাসের রাজি হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটি নেতানিয়াহু উত্থাপন করবেন কি না সেটি নিশ্চিত নয়। এ ব্যাপারে তার দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত মাসে যুদ্ধবিরতির আলোচনা থেকে নিজেদের প্রতিনিধিদের ফেরত নিয়ে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে নেতানিয়াহু বলে আসছেন, হামাসের সঙ্গে আর কোনো অস্থায়ী নয়, পূর্ণ যুদ্ধবিরতি করবে ইসরায়েল। যেটির আওতায় হামাসকে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে হবে, তাদের অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলকে দিয়ে দিতে হবে।

ইসরায়েলের এসব শর্ত পূরণ করেই যুদ্ধবিরতি করতে হবে বলে বলেছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু।

গাজায় এখনো ৫০ জিম্মি রয়েছেন। যারমধ্যে ২০ জন বেঁচে আছেন বলে ধারণা করা হয়। সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]