41409

08/25/2025 ‎বকা দেওয়ায় বিষপান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

‎বকা দেওয়ায় বিষপান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৫ ১৪:০০

রাজধানীর মুগদায় তুচ্ছ ঘটনায় বকা দেওয়ায় সামিয়া আক্তার (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী বিষ পান করে আত্মহত্যা করেছে এমনটা দাবি পরিবারের।

‎রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

‎নিহত সামিয়া মুগদা মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

‎সামিয়ার ভাই সাহিম হোসেন জানান, আমার বোন একটু রাগী স্বভাবের ছিল। গতকাল রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে মা বকা দিয়েছিল। এতে সে অভিমান করে ইঁদুর মারার বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

‎এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান জানান, গতকাল রাতে মুগদা এলাকায় এল স্কুল শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গতকাল ঢাকা মেডিকেল থেকে আমাদের জানানোর পর আমরা নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে নিহতের পরিবার জানিয়েছে, নিহত সামিয়ার মা তাকে মোবাইল ফোনে বকাবকি করেছিল। এক পর্যায়ে সে বাসায় বিষ খেলে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]