41389

08/25/2025 প্রশাসনের কড়া অবস্থানে লুণ্ঠিত পাথর ফেরত দিচ্ছেন অনেকে

প্রশাসনের কড়া অবস্থানে লুণ্ঠিত পাথর ফেরত দিচ্ছেন অনেকে

জেলা সংবাদদাতা, সিলেট

২৫ আগস্ট ২০২৫ ১১:৫৯

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ফেরত আসছে লুণ্ঠিত সাদা পাথর। জেলা প্রশাসনের কঠোর অবস্থান ও আল্টিমেটামের পর দায়মুক্তির আশায় ব্যবসায়ী ও স্থানীয়রা নিজ খরচে এসব পাথর জমা দিচ্ছেন প্রশাসনের কাছে। আজ সকাল পর্যন্ত অন্তত কয়েক লাখ ঘনফুট পাথর ভোলাগঞ্জে জমা পড়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, শনিবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত ট্রাক ও নৌকায় করে ব্যবসায়ী ও স্থানীয়রা স্বেচ্ছায় এসব পাথর পরিবহন করে এনেছেন।

তিনি আরও বলেন, আমরা এই পাথরগুলো এখনও পরিমাপ করিনি। তবে প্রচুর পাথর এসে জমা পড়েছে। আমাদের বেধে দেওয়া আল্টিমেটাম আগামীকাল বিকেল ৫টায় শেষ হবে। এরপর আমরা কঠোর অবস্থানে নামব।

এর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পাথর ফেরত না এলে শুধু ব্যক্তিদের নয়, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার জেলা প্রশাসন ঘোষণা দেয়, মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে নিজ খরচে ভোলাগঞ্জে পাথর ফেরত দিলে দায়মুক্তি দেওয়া হবে। তবে নির্ধারিত সময় শেষে কারও কাছে পাথর পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার পর থেকেই কোম্পানীগঞ্জ ও আশপাশের এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার চালানো হয়।

এদিকে ফেরত আসা পাথরের পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানে রোববার আরও প্রায় ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। ধোপাগুল এলাকা থেকে এর আগেই প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে ট্রাকে ভরে ভোলাগঞ্জে পাঠানো হয়।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]