রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের ঘটনায় মূল আসামি মো. জসিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-১।
র্যাব জানায়, রাজনৈতিক অস্থিরতার সুযোগে জসিম বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মহাখালী ও বনানী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারির একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে উত্তরা র্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে মহাখালীর চাঁদপুর ড্রাগ হাউস নামে একটি ফার্মেসিতে কালো গেঞ্জি পরা এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে বিক্রেতাদের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা আদায় করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, ওই ব্যক্তি টিবি গেট এলাকার পানি ব্যবসায়ী জসিম উদ্দিন।
ঘটনার পরদিন (২২ আগস্ট) বনানী থানায় মামলা হয়। একই দিন রাতে গাজীপুরের পূবাইলের বাদন এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
র্যাবের কাছে জসিম বলেন, জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মহাখালী ও বনানীতে চাঁদা তুলতেন। ওই ফার্মেসি থেকে পূর্বে চাঁদা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সহযোগীর সঙ্গে এই পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী আগের রাতে এলাকায় অবস্থান নেন এবং সকালে মোটরসাইকেলে গিয়ে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করে পালিয়ে যান।
অভিযানে চাঁদাবাজিতে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রধারী আরেক সহযোগী এখনও পলাতক। তাকে গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি আরও বলেন, জসিমের কোনো রাজনৈতিক পরিচয় বা দলে পদ নেই। তাকে বনানী থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএন/রুপা