41276

08/24/2025 সংসদ নির্বাচনে নিরাপত্তায় কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার ও ভিডিপি

সংসদ নির্বাচনে নিরাপত্তায় কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার ও ভিডিপি

জেলা সংবাদদাতা, গাজীপুর

২৩ আগস্ট ২০২৫ ১৬:৫০

আগামী সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি বাহিনীর সাড়ে ছয় লাখ সদস্য নিরাপত্তার দায়িত্বে কাজ করবে, এজন্য নতুন এক লাখ ৮০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি অ্যাকাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, অ্যাকাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার ছাড়াও প্রশিক্ষণার্থী এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনসার ও ভিডিপি বাহিনীর উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, এ বাহিনীতে ভুয়াদের কোনো ঠাঁই হবে না । যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে।

মহাপরিচালক তার বক্তব্যে আরও বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আনসার বাহিনীকে শক্তিশালী করতে সব সদস্যের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণে যারা টিকে থাকবে তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]