41264

08/24/2025 অশালীন মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বাধীন খসরু

অশালীন মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বাধীন খসরু

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট ২০২৫ ১৫:৪৫

এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়ায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু। শুক্রবার (২২ আগস্ট) রাতে ফেসবুকে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।

নেটিজেনদের অনেকে তার বক্তব্যকে ‘অশালীন’ ও ‘মানসিক বিকারগ্রস্ততা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন।

সমালোচনার মুখে শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে ক্ষমা চান স্বাধীন খসরু।

পোস্টে তিনি লেখেন, গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।

এই অভিনেতা আরও বলেন, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক। যদিও ক্ষমা প্রার্থনার মাধ্যমে অভিনেতা নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, তবুও সমালোচনার ঝড় থামেনি। অনেকেই মনে করছেন, এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনসাধারণের মধ্যে ভুল বার্তা ছড়াতে পারে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]