41217

08/22/2025 পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪

পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০২৫ ২১:৪১

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির এক আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে সেখানে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে বৃহস্পতিবার করাচি পুলিশ জানিয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, করাচির ওই গুদামে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুনে আশপাশের কয়েকটি দোকানও পুড়ে গেছে। এতে এখন পর্যন্ত ৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেছেন, পরপর কয়েকটি ছোট বিস্ফোরণও ঘটায় বন্দরনগরীর ব্যস্ত সড়কে আতঙ্কিত লোকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর বহুতল ভবনে আগুন ধরে গেছে। এ সময় ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে দেশটির দমকল বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভাতে শুরু করেন।

তবে কী কারণে আতশবাজির কারখানায় বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানের কাচ ভেঙে যায় এবং রাস্তায় থাকা লোকজন কাচের টুকরার আঘাতে আহত হয়েছেন।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী-খ্যাত করাচিতে দুই কোটিরও বেশি মানুষের বসবাস রয়েছে। করাচি পুলিশের কর্মকর্তা সুমাইয়া তারিক বলেন, বিস্ফোরণে ঘটনায় আহত অন্তত ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা আকিব খান দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, ‌‌‘‘আমি ভেবেছিলাম একসঙ্গে কয়েকটি বোমা বিস্ফোরিত হয়েছে।’’

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজে প্রচারিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লোকজন দৌড়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়িচালকরা তড়িঘড়ি করে তাদের যানবাহন ঘুরিয়ে নিচ্ছেন।

প্রবল মৌসুমি বৃষ্টিতে করাচির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ার কয়েক দিন পর বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স, জিও নিউজ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]