41096

08/21/2025 মোটরসাইকেলে ‘প্রেস স্টিকার’ লাগিয়ে ইয়াবা পাচার, আটক ১

মোটরসাইকেলে ‘প্রেস স্টিকার’ লাগিয়ে ইয়াবা পাচার, আটক ১

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৫ ১৬:২৫

চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলে ‘প্রেস স্টিকার’ লাগিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা পুঁইছড়ি ইউনিয়ন সড়কে চেকপোস্ট তাকে আটক করা হয়।

আটক নুরুল আলম মুজাহিদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মোটরসাইকেলের সামনে প্রেস স্টিকার লাগানো ছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। চেকপোস্টে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার নুরুল আলম মুজাহিদ নামের এক সাংবাদিককে দুই হাজার ৪শ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]