4102

05/18/2024 নিষেধাজ্ঞা অমান্য করায় ভৈরবে ১৩ বাস আটক

নিষেধাজ্ঞা অমান্য করায় ভৈরবে ১৩ বাস আটক

জেলা সংবাদদাতা, কিশোরগঞ্জ

১১ মে ২০২১ ২১:৪৮

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করার অপরাধে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ১৩টি বাস আটক করেছে।

পুলিশ এ ব্যাপারে চালকদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মঙ্গলবার (১১ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব বাসস্ট্যান্ড ও নরসিংদির রায়পুরার মাহমুদাবাদ এলাকা থেকে এসব বাস আটক করে বলে জানায় পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আন্তঃজেলা পরিবহনের নাভা পরিবহন, বিশাল পরিবহন, রিমা পরিবহন, শুভযাত্রা পরিবহন, যমুনা পরিবহন, গোলাপ পরিবহন ও জিহাদ পরিবহনের যাত্রীবাহী বাসগুলি সিলেট, হবিগন্জ ও ভৈরব থেকে যাত্রী বহন করে ঢাকার দিকে যাওয়ার পথে অভিযান চালিয়ে পুলিশ বাসগুলিকে আটক করে।

মঙ্গলবার ৫টি ও গত সোমবার ৮টি মোট ১৩টি বাস আটক করা হয়। এসব বাস ভৈরব হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস জেলার ভিতরে চলাচলের অনুমতি থাকলেও তারা দূর পাল্লার বাস নিয়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় যাচ্ছিল। এসব বাস আন্তঃজেলা পরিবহনে চলাচল করে।

আটককৃত বাস চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]