4094

05/19/2024 কুমিল্লায় ৫৪৫ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় ৫৪৫ জন করোনায় আক্রান্ত

জেলাসংবাদদাতা, কুমিল্লা

১১ মে ২০২১ ২০:০১

কুমিল্লায় বিদেশগামীদের মধ্যে এ পর্যন্ত ৫৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ মে) পর্যন্ত ৭০ হাজার ৫০০ জনের নমুনার ফল আসে। বিদেশগামীদের করোনায় আক্রান্তের হার ০.৭৭শতাংশ।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, আন্তর্জাতিক নির্দেশনা অনুসারে বিদেশ যাওয়ার ৭২ঘণ্টা পূর্বে নমুনা দেওয়ার নিয়ম রয়েছে। ২৩ জুলাই থেকে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার পর কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হতো। বর্তমানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিদেশগামীরা নমুনা দিচ্ছেন কুমিল্লায়।

এদিকে ফ্লাইট নির্ধারিত হওয়ার পর বেঁধে দেওয়া অল্প সময়ের মধ্যে করোনা পরীক্ষা করানোয় আক্রান্ত ব্যক্তিদের ফ্লাইট বাতিল হয়েছে। এতে লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের।

কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, 'আক্রান্ত বিদেশগামীদের লোকসানের চান্স অবশ্যই রয়েছে। তবে আমাদেরও নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]