40896

08/18/2025 ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

জেলা সংবাদদাতা, মাদারীপুর

১৮ আগস্ট ২০২৫ ১৫:২৮

মাদারীপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামের নাম মাওলানা আব্দুর রহমান (৩৭)। তিনি দক্ষিণ বাশঁকান্দি এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমাতি করতেন তিনি।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন মাওলানা আবদুর রহমান। পথিমধ্যে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কায় লাগে এবং তার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। এতে মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। এজন্য মরদেহটি তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]