40831

08/18/2025 সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে মিষ্টি খাওয়ানোর পর গণপিটুনি

সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে মিষ্টি খাওয়ানোর পর গণপিটুনি

জেলা সংবাদদাতা, পিরোজপুর

১৭ আগস্ট ২০২৫ ১৮:১০

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণকে (৪০) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

গতকাল শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। রোববার (১৭ আগস্ট) এহসান হিরণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে। ওই সময় বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এহসান হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে মিষ্টি খাওয়ান, পরে গণপিটুনি দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিরণকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, স্থানীয়রা হিরণের ওপর ক্ষিপ্ত হয়েই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর তিনি প্রকাশ্যে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছিলেন। আমরা তার বিচার দাবি করছি।

‎এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ঘোষেরহাট বাজারে স্থানীয়রা আওয়ামী লীগ নেতা হিরণকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]