40807

08/18/2025 বিয়ে করছেন মালাইকা, বাবা হচ্ছেন আরবাজ খান

বিয়ে করছেন মালাইকা, বাবা হচ্ছেন আরবাজ খান

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট ২০২৫ ১৫:৫৬

বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগেই। দীর্ঘ বিরতি শেষে নতুন করে সংসার সাজিয়েছেন আরবাজ খান। সন্তানের বাবা হতেও চলেছেন তিনি। অন্যদিকে অভিনেত্রী মালাইকা অরোরা এখনো একা জীবনযাপন করছেন। তবে শোনা যাচ্ছে— দ্বিতীয়বারের মতো নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই বলি অভিনেত্রী।

আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি মালাইকা। মাঝে তিনি কিছু দিন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের প্রেমভাঙার খবরও ছড়িয়েছিল অনেক দিন। দ্বিতীয়বার বিয়ের ভাবনাচিন্তা শুরু করেন মালাইকা। আপাতত এ খবরে সরগরম বলিপাড়া।

আবার বিয়ে করবেন কিনা, সে কথা স্পষ্ট না করলেও প্রেম-সম্পর্কের ওপর তার অগাধ আস্থা রয়েছে, সে কথা জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, কেউই চায় না নিজেদের কোনো সম্পর্ক শেষ করে দিতে। আমিও চাইনি বিয়ে ভাঙতে। কিন্তু সব সম্পর্কের ভবিষ্যৎ যে সুখের হবে তা নয়। সেই জন্য ভালোবাসার ওপর আমার আস্থা হারায়নি। অতীতে আরবাজের সঙ্গে সম্পর্ককে ভুল তকমা দিতে রাজি নই আমি।

তার এ মন্তব্যের পরেই অনেকের প্রশ্ন— তবে কি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকা? সেই উত্তর যদিও পাওয়া যায়নি। অর্জুনের সঙ্গে প্রেমভাঙার পর জীবনে অনেক ঝড় বয়ে গেছে। বাবার আচমকা মৃত্যুও নাড়িয়ে দিয়েছিল গোটা পরিবারকে। ছেলেও এখন অনেকটা বড় হয়েছে। ছেলে, বোন অমৃতা অরোরা এবং বন্ধুদের নিয়েই এখন জগৎ মালাইকার।

এদিকে আরবাজ খানের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। এখনো তার অতীত খুঁড়ে বার করতে সক্রিয় অনেকে। সাক্ষাৎকারে মালাইকাকে এখনো প্রশ্ন করা হয় কেন— এ সিদ্ধান্ত নিয়েছিলেন। এত বছরে দুজনেই নিজেদের পথ বেছে নিয়েছেন। আরবাজ দ্বিতীয়বার বিয়ে করেছেন। আবার বাবা হতে চলেছেন এই অভিনেতা-প্রযোজক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]