মাগুরায় নির্মাণাধীন মার্কেটের সামনে থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, শনিবার (১৬ আগস্ট) সকালে মাগুরা কলেজ রোডে অবস্থিত চন্দন কমপ্লেক্স মার্কেট ও পাশে নির্মাণাধীন ভবনের সামনে লাল রঙের কসটেপ পেঁচানো ডিম্বাকৃতির বোমা সাদৃশ্য তিনটি বস্তু দেখতে পান মার্কেটের দোকান মালিকরা। এরপর তারা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে। কিছু সময় পর সেনাবাহিনীর দু’টি গাড়ি এসে ওই এলাকা পরিদর্শন শেষে বোমা সাদৃশ্য বস্তুর ভিডিও ফুটেজ ধারণ করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
ওই মার্কেটের ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান জানান, বোমা স্কোয়াড টিম এসে বোমা সাদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করার পরে অপসারণ করবে।