40675

08/16/2025 ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় বাবা নিহত

ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় বাবা নিহত

জেলা সংবাদদাতা, শেরপুর

১৬ আগস্ট ২০২৫ ১২:১৭

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও এলাকায় মিনি বাসের ধাক্কায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জোলগাঁও নতুন সড়কের তালিমুল কোরআন মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী ওই মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ বিল্লাল হুজুরের বাবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশরাফ আলী তার ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শেরপুর থেকে ছেড়ে আসা একটি মিনি বাস ঝিনাইগাতী যাওয়া অবস্থায় পাশ কাটানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা ঘটনাস্থলে এসে মিনিবাসটির গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]