4062

05/19/2024 মারা গেলেন ইউটিউবার রাহুল

মারা গেলেন ইউটিউবার রাহুল

বিনোদন ডেস্ক

১০ মে ২০২১ ১৮:০০

করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুর কাছে হার মানলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা রাহুল ভোরা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক পাতায় নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়েছিলেন তিনি।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলসহ একাধিক সংবাদমাধ্যমের খবর, গতকাল রোববার (০৯ মে) শেষ নিশ্বাস ত্যাগ করেন রাহুল ভোরা। করোনাভাইরাসের কাছে পরাস্ত হয়েছেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয় মুখ রাহুলের বয়স মাত্র ৩৫। ফেসবুকে উন্নত চিকিৎসার জন্য সাহায্য চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রয়াত হন রাহুল।

গত শনিবার ফেসবুকে এক পোস্টে রাহুল লেখেন, ‘আমিও যদি ভালো চিকিৎসা পেতাম, বেঁচে ফিরতে পারতাম।’ পোস্টের শেষে যেন তিনি লেখেন, ‘খুব শিগগিরই জন্ম নেব। অনেক ভালো ভালো কাজ করব।’রাহুলের ফেসবুক পোস্ট

ওই পোস্টে রাহুল সব তথ্য লিখেছিলেন। কোন হাসপাতালে রয়েছেন, শয্যার নম্বর, বয়স, হাসপাতালের কত নম্বর তলা—সব লেখা ছিল তালিকা করে।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়াকে উল্লেখ করেছিলেন রাহুল। রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন রাহুল।

রাহুলকে নেটফ্লিক্স ফিল্ম ‘আনফ্রিডম’-এ দেখা গেছে। ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ১৯ লাখ। তিনি থিয়েটারেও কাজ করতেন। উত্তরাখণ্ডের রাহুল ইউটিউবেও তুমুল জনপ্রিয় ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]