40540

08/14/2025 বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৫ ১০:৫৫

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাব্বির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।

তিনি বলেন, রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তরা রাব্বির পূর্ব পরিচিত এবং তাদের সঙ্গে সে প্রায়ই এখানে আসত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]