405

05/18/2024 ঢাকা বিভাগের ৯ জেলা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

ঢাকা বিভাগের ৯ জেলা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২০ ১৬:৫৩

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ১৫ মিনিটে গণভবন থেকে এই কনফারেন্স শুরু হয়।

আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করেনাভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা এড়ানোর জন্য সরকার ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। আগামী তিন অর্থবছরে এই প্রণোদনা কার্যকর হবে। তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং ঘরে নিজের মতো করে ব্যস্ত থাকার ও ইবাদতের আহ্বান জানান। এর আগে প্রধানমন্ত্রী গত ১২ এপ্রিল খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন এবং পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী একই ইস্যুতে ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]