40453

08/13/2025 খায়রুল বাসারের ছেড়ে দেওয়া টলিউড ছবিতে থাকছেন যে

খায়রুল বাসারের ছেড়ে দেওয়া টলিউড ছবিতে থাকছেন যে

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২৫ ১২:৪৮

কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরসুম’-এ খায়রুল বাসারকে পছন্দ ছিল পরিচালক এমএন রাজের। আনুষ্ঠানিক কথাবার্তাও হয়েছিল তাদের। কিন্তু শিডিউল জটিলতার কারণে ছবিটি ছেড়ে দেন অভিনেতা। এবার সিনেমাটিতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন কলকাতার অভিনেতা গৌরব রায় চৌধুরী। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

কলকাতার সিনেমায় খায়রুল বাসার-তানজিন তিশা
তিনি বলেন, ‘ছবিটির জন্য খায়রুল বাসারকে পছন্দ ছিল আমার। কিন্তু শিডিউল জটিলতার লারণে তিনি সরে দাঁড়ান। তার পরিবর্তে কলকাতার সিরিয়ালের অভিনেতা গৌরব রায় চৌধুরীকে নিচ্ছি। এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে।’

এ সময় তানজিন তিশাকে নিয়ে নির্মাতা বলেন, ‘তিশা তো অবশ্যই থাকছেন। তিনিই আমার গল্পের প্রধান নায়িকা। সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ে যাব আমরা।’

জানা গেছে, এ ছবিতে তিশাকে দেখা যাবে হিয়া চরিত্রে। তার বিপরীতে আবির হিসেবে শরমন জোশী। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়। হিয়া-আবিরের টানাপোড়েনের মধ্যে হাজির হবে গৌরব রায় অভিনীত চরিত্রটি।

‘খায়রুল বাসার যেটা করছেন সেটা পেশাদারিত্ব না’
গৌরব পশ্চিমবঙ্গের টিভিপর্দার জনপ্রিয় মুখ। সেখানকার বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখা গেছে। এরমধ্যে শুভদৃষ্টি, তোমায় আমায় মিলে, ত্রিনয়নী, ওগো নিরুপমা উল্লেখযোগ্য।

এবারই প্রথম শরমন জোশীকে দেখা যাবে বাংলা সিনেমায়। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন তিনি। এ সিনেমায় আরও অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। নতুন কাজ নিয়ে উত্তেজিত তিনি। বলেছিলেন, ‘‘ভাল চরিত্র। সেই সঙ্গে শরমন জোশীর সঙ্গে কাজ অবশ্যই বড় সুযোগ।’’ জানা গেছে দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]