40407

08/14/2025 সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রেভিস

সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রেভিস

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০২৫ ১৮:০১

আজকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেওয়াল্ড ব্রেভিসের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৪১ রানের। অর্থাৎ কখনো ফিফটি রানের মাইলফলকও স্পর্শ করেননি। সেই ব্রেভিসই আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো টর্নেডো চালিয়েছেন। নিজের অভিষেক ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৪ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তখন চারে ব্যাট করতে নামেন ব্রেভিস। এর কিছুক্ষণ পরই আউট হয়ে যান লোহান ড্রে প্রিটোরিয়াসও। ফলে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা।

দলের এমন পরিস্থিতিতে কিছুটা দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ব্রেভিস। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ২৫ বলে নিজের অভিষেক ফিফটি স্পর্শ করেন। আর এর পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ১৬ বল। সবমিলিয়ে ৪১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ব্রেভিস। বিস্ফোরক ব্যাটিংয়ে রিচার্ড লেভিকে ছাড়িয়ে গেছেন তিনি। ২০১২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন লেভি।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তিও গড়েছেন ব্রেভিস। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাফ দু প্লেসির খেলা ১১৯ রানের ইনিংসটি এতদিন ছিল সর্বোচ্চ।

৪১ বলে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ব্রেভিস। তাদের দেশের হয়ে দ্রততম সেঞ্চুরির রেকর্ডটি ডেভিড মিলারের। বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]