40357

08/12/2025 রাজনীতিবিদের সঙ্গে বিপাশার ‘আপত্তিকর’ অডিও ভাইরাল

রাজনীতিবিদের সঙ্গে বিপাশার ‘আপত্তিকর’ অডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

১২ আগস্ট ২০২৫ ১১:৩০

বলিউড অভিনেত্রী বিপাশা বসু ১৯৯৬ সালে ফোর্ড'স গোদ্‌রেজ সিন্থল সুপারমডেল পুরস্কার পান। এরপর অভিনয়ে নাম লেখান। ২০০১ সালে ‘আজনবি’ সিনেমায় অভিনয় দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। সিনেমায় নাম লিখিয়ে সমালোচনার কেন্দ্রে চলে আসেন। কখনও সহ অভিনেতাকে চুমু, কখনও রাতভোর পার্টি করে তুমুল বিতর্কের জন্ম দেন।


বিতর্ক আর বিপাশা যেন এক অপরের পরিপূরক। অভিনেত্রীকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয় যখন রাজনীতিবিদ অমর সিং-এর সঙ্গে বিপাশার আশ্লীল কথপোকথনের অডিও ভাইরাল হয়!

ঘটনাটি ২০১১ সালের। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপিং ভাইরাল হয়ে যায়। ওই ভাইরাল অডিওটা ছিল রাজনীতিবিদ অমর সিং-এর সঙ্গে। বিপরীতে থাকা নারী বিপাশা বলেই প্রাথমিক অনুমান ছিল সকলের। যদিও অভিনেত্রী একাধিকবার দাবি করেন অডিও কণ্ঠটি তাঁর না।

ভাইরাল অডিওতে একটি বাক্য সাড়া ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়। যার জন্য রীতিমতো মেজাজ হারিয়েছিলেন ভক্তরা। অডিয়োতে থাকা নারীর কণ্ঠস্বর বলে ওঠেন, “age matters between the legs.” (বয়স নির্ভর করে যৌনক্ষমতার ওপর)। পরবর্তীতে অমর সিং নিজে স্বীকারে করেছিলেন এই কণ্ঠস্বর তাঁর। কিন্তু নারীর কণ্ঠস্বর বিপাশার নয়। একশ্রেণি আজও বিশ্বাস করেন যে ওই কণ্ঠটি বিপাশার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]