40350

08/12/2025 নিখোঁজের ১২ দিন পর মাটিতে পুঁতে রাখা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১২ দিন পর মাটিতে পুঁতে রাখা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

জেলা সংবাদদাতা, মাদারীপুর

১২ আগস্ট ২০২৫ ১০:৫৩

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় মিজান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল আমিন ওরফে শামিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজান শেখ শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে।

গ্রেফতার নুরুল আমিন শামিম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গোমস্তাকান্দি এলাকার হাসেম শেখের ছেলে। তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া জেলার কুমারখালি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জুলাই সকালে ভ্যানটি নিয়ে নিজ বাড়ি থেকে বের হয় মিজান শেখ। পরে আর তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মিজানের স্ত্রী রহিমা বেগম পহেলা আগস্ট শিবচর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি জিডি করেন। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন ওরফে শামীম নামে একজকে কুষ্টিয়ার কুমারখালি থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের লাশ মাটি চাপা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের জানান, যাত্রীর ছদ্মবেশে ভ্যানে ওঠে নুরুল আমিন। পরে চালককে কুপিয়ে হত্যার পর লাশ মাটিচাপা দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায় সে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অভিযুক্ত। এই ঘটনায় বাকি জড়িতদের ধরতে চলছে পুলিশের অভিযান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]