ভারতের প্রখ্যাত কমেডিয়ান কপিল শর্মা হঠাৎ করেই গ্যাংস্টারদের নিশানায় পড়েছেন। গত এক মাসে তার কানাডার রেস্তোরাঁয় দুইবার গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এর মধ্যে প্রথমবার বাব্বার খালসা নেটওয়ার্ক নামের একটি উগ্রবাদী গোষ্ঠী এবং দ্বিতীয়বার কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছে।
গত ৭ আগস্ট ভোরে দ্বিতীয় দফা হামলার পর লরেন্স গ্যাংয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে হুমকি দিয়ে বলা হয়েছে, কপিলের ওপর পরের হামলাটি হবে মুম্বাইয়ে। তাই এই কমেডিয়ানের নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমান খানের বৈরিতার কথা সবার জানা। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে এই বলিউড অভিনেতার বিরুদ্ধে। এরপর থেকেই সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্সের গ্যাং। মূলত বিষ্ণোই সম্প্রদায়ের লোকেরা কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে। সেখান থেকেই সালমান-লরেন্সের বৈরিতার শুরু।
সাম্প্রতিক সময়ে শুধু সালমান খান নয়, তার কাছের মানুষদের ওপরও হামলা করছে লরেন্স গ্যাং। এর মধ্যে গেল বছরের অক্টোবরে সালমানের বন্ধু এবং মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যা করে তারা।
কপিলের ক্যাফেতে হামলার পেছনেও সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টিকে সামনে এনেছে লরেন্স গ্যাং। সনি টিভিতে কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’র সহ-প্রযোজক ছিলেন সালমান খান। এছাড়া এখন নেটফ্লিক্সে চলমান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয় এসেছিলেন ‘এক থা টাইগার’ খ্যাত অভিনেতা।