40162

08/10/2025 ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৫

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট ২০২৫ ১৭:৫২

মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃতদের তালিকায় যুক্ত হলো আরও তিনজন। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে আক্রান্ত হয়েছেন আরও ৩২৫ জন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৯৮ জন। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪২ জন নারী।

অন্যদিকে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৩ হাজার ৭৩৫ জন, যার মধ্যে ১৩ হাজার ৯৩১ জন পুরুষ এবং ৯ হাজার ৮০৪ জন নারী।

শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের জেলার রোগীর সংখ্যা ২৩০ জন, যা মোট আক্রান্তের একটি বড় অংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]