40006

08/07/2025 ৩৩ বছরে থেমে গেল জনপ্রিয় অভিনেত্রীর জীবন

৩৩ বছরে থেমে গেল জনপ্রিয় অভিনেত্রীর জীবন

বিনোদন ডেস্ক

৭ আগস্ট ২০২৫ ১০:৪১

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কেলি ম্যাক আর নেই। দেশটির জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর মাধ্যমে পরিচিত পান এ অভিনেত্রী। গত ২ আগস্ট আমেরিকার সিনসিনাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৩৩ বছর।

আমেরিকার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্নায়ুতন্ত্রের এক ধরনের বিরল টিউমারে (গ্লিওমা) আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও ভক্তরা। ‘দ্য ওয়াকিং ডেড’-এর সহ-অভিনেত্রী আলান্না ম্যাস্টারসন বলেন, ‘কেলি ছিল এক অসাধারণ মানুষ। আমাদের শেষ পর্বে তার সঙ্গে কাজ করতে পারাটা ছিল সৌভাগ্যের।’

এদিকে তাঁর পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, একটি উজ্জ্বল, অনুপ্রাণনাদায়ী প্রাণ আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার উষ্ণতা, সৃজনশীলতা, আর চারপাশের মানুষকে ছুঁয়ে যাওয়ার যে ক্ষমতা ছিল, তা আমরা সবসময় মনে রাখব।

১৯৯২ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন কেলি ম্যাক। শৈশবে থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে। অল্প বয়সে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিতভাবে কাজ করেছেন বিভিন্ন সিরিজ ও শর্ট ফিল্মে।

‘দ্য ওয়াকিং ডেড’ ছাড়াও ‘শিকাগো মেড’, ‘৯-১-১’ সিরিজে তার উপস্থিতি দর্শক প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন কেলি। ৩৫টিরও বেশি অভিনয় এবং ৫টি প্রযোজনা প্রজেক্টে কাজ করেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]