39931

08/07/2025 মসজিদুল হারামের লাইব্রেরি সাময়িক বন্ধ

মসজিদুল হারামের লাইব্রেরি সাময়িক বন্ধ

ধর্ম ডেস্ক

৬ আগস্ট ২০২৫ ১২:৪১

সংস্কার কাজ ও সম্প্রসারণের জন্য মসজিদুল হারামের লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মসজিদুল হারামে আগতদের উন্নত সেবা প্রদান, লাইব্রেরির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ সম্পন্নর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের ধর্মবিষয়ক প্রেসিডেন্সির তত্ত্বাবধানে, মসজিদুল হারামের দ্বিতীয় সম্প্রসারণ অংশে অবস্থিত লাইব্রেরিটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

হারামাইন প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, মসজিদুল হারামের লাইব্রেরি সংস্কারের কার্যক্রম চলছে।

উল্লেখযোগ্য এই লাইব্রেরিটি গবেষক ও আগত ইবাদতকারীদের জন্য গুরুত্বপূর্ণ। সংস্কারের মাধ্যমে গঠনগত পরিবর্তন, আধুনিক পাঠকক্ষ তৈরি, ডিজিটাল আর্কাইভ সম্প্রসারণ এবং সহজপ্রাপ্ততা বৃদ্ধি কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, লাইব্রেরি বন্ধ থাকার সময়, মদিনার মসজিদে নববীতে বিকল্প জ্ঞানসম্পদ সরবরাহ এবং প্রেসিডেন্সির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে অনলাইন সেবা চালু থাকবে।

লাইব্রেরি পুনরায় চালুর সময়সীমা প্রকল্পের অগ্রগতির উপর নির্ভর করছে। এই বিষয়ে নতুন তথ্য শিগগিরই জানানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]