পেট ব্যথা- ছেলেবেলার স্কুল কামাইয়ের অন্যতম অজুহাত। যেদিন স্কুলে যেতে ইচ্ছে করত না, সেদিন সকালে ঘুম থেকে উঠেই মা কে বলা হতো খুব পেট ব্যথা করছে। এমন স্মৃতি অনেকেরই রয়েছে। তবে বড় হয়েও পেটের পীড়ায় ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়।
নানা রোগের ইঙ্গিত দেয় পেট ব্যথা। তবে একেক রোগের ক্ষেত্রে একেক রকম ব্যথা হয়। এই উপসর্গগুলো জানা থাকলে সহজেই পেট ব্যথার কারণ খুঁজে বের করা যায়। চলুন বিস্তারিত জেনে নিই-
গ্যাস্ট্রিক
তেল, মশলা, চর্বি জাতীয় খাবার খাওয়ার পরেই সাধারণত গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা দেখা দেয়। এর মূল উপসর্গ হলো পেট ও বুকের মাঝখান বরাবর জ্বালা যন্ত্রণা হওয়া। পেট ব্যথার পাশাপাশি যদি বুকের মধ্যখানে জ্বালার অনুভূতি হয় তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খান। মাঝেমধ্যেই এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
আলসার
আলসারের সমস্যা হলে পেটের ওপরের ও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরে। পাশাপাশি মাঝে মাঝে ঢেকুর ওঠা, বুক জ্বালার মতো কিছু উপসর্গ দেখা দিতে পারে। এই লক্ষণগুলো পেটের আলসারের অন্যতম লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
গলব্লাডারে সমস্যা
পিত্তাশয়ে পাথর হলে, মাংস বা তেল মশলা জাতীয় খাবার খেলে পেটে ব্যথা হয়। সঙ্গে বমিও। এই রোগের মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে তা ধীরে ধীরে ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে যায়।
এছাড়াও বদহজম, আমাশয়, ফুড পয়েজিং, পিরিয়ডের মতো কারণেও পেট ব্যথা হতে পারে। শিশুদের ক্ষেত্রে কৃমির পরিমাণ বেড়ে যাওয়ার কারণ পেটে ব্যথা হয়। এই স্বাস্থ্য সমস্যাটিকে মোটেও অবহেলা করা উচিত নয়।