39856

08/05/2025 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নতুন নীতিমালা, পদোন্নতি হবে না যেসব কারণে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নতুন নীতিমালা, পদোন্নতি হবে না যেসব কারণে

অর্থনৈতিক প্রতিবেদক

৫ আগস্ট ২০২৫ ১৩:৩০

ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে একটি সমন্বিত নীতিমালা জারি করেছে সরকার। সোমবার (৪ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। ‘রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কর্মচারীদের পদোন্নতি নীতিমালা-২০২৫’ শীর্ষক ওই প্রজ্ঞাপনে যেসব কারণে পদোন্নতি পাওয়া যাবে ও পদোন্নতি হবে না তা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নীতিমালা অফিসার বা সমমান (৯ম গ্রেড) থেকে উপমহাব্যবস্থাপক বা সমমানের (৩য় গ্রেড) কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে আরও বলা হয়, পদোন্নতির ক্ষেত্রে খেলাপি ও অবলোপন ঋণ থেকে আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, নতুন ঋণ ও আমানত বাড়ানোকে যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে। এ জন্য নির্দিষ্ট একটি নম্বরও থাকবে। পাশাপাশি পদোন্নতিতে অযোগ্য হিসাবে বিভাগীয় ও ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত বা দণ্ডপ্রাপ্ত বা দণ্ড বহালসহ একাধিক কারণ বিবেচিত হবে।

প্রস্তাবিত এ নীতিমালায় অফিসার বা সমমানের পদ থেকে শুরু করে সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার (পিও), সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও), সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও উপমহাব্যবস্থাপকদের (ডিজিএম) জন্য প্রযোজ্য হবে বলেও ওই প্রজ্ঞাপনে জানানো হয়।

যেসব কারণে পদোন্নতি হবে না: কোনো কর্মচারীর ফিডার পদে সর্বশেষ তিন বছরের যে কোনো বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) বিরূপ মন্তব্য থাকলে। এছাড়া ওই বিরূপ মন্তব্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বিমোচন করা না হলে পরবর্তী পদে পদোন্নতি হবে না। কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বা দুর্নীতি দমন কমিশনের মামলার চার্জশিট দাখিল বা ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে অথবা এরূপ কারণে কোনো কর্মকর্তা গ্রেফতার হলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।

এছাড়া পদোন্নতির জন্য চূড়ান্ত তালিকা অনুমোদিত হওয়ার পর কোনো কর্মচারীর নামে চার্জশিট দাখিল করা হলে পদোন্নতির প্যানেলের মেয়াদের মধ্যে আনীত চার্জশিট থেকে কোনো শাস্তি ছাড়া অব্যাহতি পেলে শূন্য পদ থাকাসাপেক্ষে তিনি পদোন্নতি পাবেন। সেক্ষেত্রে তার জন্য পদ সংরক্ষিত থাকবে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার তারিখের মধ্যে তিনি চার্জশিট থেকে অব্যাহতি না পেলে বা শাস্তি পেলে ওই সংরক্ষিত পদে প্যানেল থেকে ক্রমানুসারে অন্য প্রার্থীকে পদোন্নতি দেওয়া হবে

ব্যাংকের চাকরি প্রবিধানমালায় বর্ণিত বিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতিসহ প্রযোজ্য শর্তাদি পরিপালন করা হবে : সেটি হচ্ছে-লঘুদণ্ডের ক্ষেত্রে, দণ্ডাদেশের মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে পরবর্তী ১ বছর পর্যন্ত পদোন্নতি বিবেচনা করা যাবে না।

পদোন্নতির জন্য মোট ১০০ নম্বরের মধ্যে ৮ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য। মৌখিক পরীক্ষার পাশ নম্বর ৪। বাকি ৯২ নম্বরের মধ্যে পদোন্নতিপ্রত্যাশী প্রার্থীকে কমপক্ষে ৭৫ পেতে হবে। উভয় নম্বর যোগ করে তৈরি করা হবে মেধাতালিকা। দেশের বাহিরে থাকা কর্মীদের ভার্চুয়াল বা সশরীর সাক্ষাৎকার নেওয়া হবে।

নম্বর বিভাজন: পদোন্নতির জন্য নির্ধারিত ১০০ নম্বরের মধ্যে এসিআরের তিন বছরের গড় নম্বর ৪৫। এছাড়া শিক্ষাগত যোগ্যতার জন্য ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চাকরিজীবী স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারীর ক্ষেত্রে নম্বর হবে ১৫, তবে ৩ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী পাবেন ১৪ এবং স্নাতক বা সমমান ডিগ্রির ক্ষেত্রে ১৩ নম্বর দেওয়া হবে।

এছাড়া ফিডার পদে চাকরিকাল ১৫ নম্বর থাকছে। তবে বর্তমান গ্রেডের প্রথম তিন বছরের জন্য ৯ নম্বর, পরবর্তী প্রতিবছরের জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে ৬ মাস বা তার বেশি কিন্তু ১ বছরের কম সময়ের জন্য দেওয়া হবে ০.৫০ নম্বর। এছাড়া ফিডার পদে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ৪, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (ব্যাংকিং ডিপ্লোমা) ১০, দুর্গম এলাকায় কাজ করার অভিজ্ঞতা ১।

শাখা ব্যবস্থাপক হিসাবে ফিডার পদে কাজের অর্জন ২ নম্বর বরাদ্দ থাকছে। তবে তাদের পেশাগত সূচকে সংশ্লিষ্ট ব্যাংকের অর্জিত মুনাফা বাড়ানো বা লোকসান কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এছাড়া আমানতের প্রবৃদ্ধি, ঋণের প্রবৃদ্ধি (নতুন ঋণ বৃদ্ধির পরিমাণ), শ্রেণিকৃত ঋণ আদায় (প্রযোজ্য না হলে, পূর্ণ নম্বর পাবেন), অবলোপনকৃত ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন (প্রযোজ্য না হলে, পূর্ণ নম্বর পাবেন) করতে হবে। যে শাখায় ফিডার পদে শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মকালীন সংঘটিত অনিয়মের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হলে দণ্ডপ্রাপ্ত সময়কালের জন্য কোনো নম্বর দেওয়া হবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]