39779

08/04/2025 মাটিরাঙ্গায় ভাঙনে বিলীন ফসলি জমি-রাস্তা

মাটিরাঙ্গায় ভাঙনে বিলীন ফসলি জমি-রাস্তা

জেলা সংবাদদাতা, খাগড়াছড়ি

৪ আগস্ট ২০২৫ ১৫:৫৯

টানা ভারি বর্ষণে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন স্থানে নদীর পার ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, ফল বাগান ও রাস্তা।

মাটিরাঙ্গার চরপাড়ায় গিয়ে দেখা যায়, বসতবাড়িসহ রাস্তা, গাছ দলিয়া খালে বিলীন হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বর্ষা মৌসুমে বাবুপাড়া এলাকার বৌদ্ধমন্দির পাড়ার একমাত্র চলাচলের রাস্তাটি ভেঙে যায়। এলাকাবাসীর উদ্যোগে চলাচলের উপযোগী করা হলেও পৌরসভা কিংবা সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মন্দির পাড়ার ক্ষতিগ্রস্ত রিপ্রুচাই মারমা ও পাইচাইং মারমা বলেন, গত বছর ধলিয়া খালের প্রবল স্রোতে বাড়ির কিছু অংশ ভেঙে গেছে। এ বছর আমার গোয়ালঘর ভেঙে নদীতে চলে গেছে। এখন আমার থাকার একমাত্র ঘরটি ভাঙনের পথে।

এদিকে বন্যা, ভূমি ও পাহাড় ধসসহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত লোকজনগুলোকে নিরাপদে সরে যেতে উপজেলা প্রশাসন মাইকিং করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ খোঁজ খবর নিয়েছি এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করব। তিন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]