39617

08/03/2025 বন্ধুদের শুভেচ্ছা জানাতে পাঠাতে পারেন যেসব বার্তা

বন্ধুদের শুভেচ্ছা জানাতে পাঠাতে পারেন যেসব বার্তা

লাইফস্টাইল ডেস্ক

২ আগস্ট ২০২৫ ১৫:৩৫

পৃথিবীর অনেকে দেশে ৩০ জুলাই ফ্রেন্ডশিপ ডে পালন হলেও, বাংলাদেশ আগস্ট মাসের প্রথম রোববার দিনটি পালিত হয়। সে হিসেবে বন্ধু দিবস আগামীকাল। বন্ধু এমন একজন যার কাছে কষ্ট-আনন্দ সব কিছুই শেয়ার করা যায়। জীবনের সুর, তাল, ছন্দ সব এক সুতোয় মিলিয়ে দেয় বন্ধুরা। বিভিন্ন বয়সে, ভিন্ন প্রকারে সংজ্ঞা পাল্টেই সামনে আসে জীবনের বন্ধু।

বন্ধুদের জন্য আলাদা কোনও দিনক্ষণ হয় না। যে কোনও ঋতুতে, দিনে কিংবা রাতে নিঃস্বার্থভাবে পাশে থাকতে পারে বন্ধু। তারপরও বিশ্ব জুড়ে পালিত হয় দিবসটি।
প্রযুক্তির এই যুগে কার্ডে কাউকে শুভেচ্ছা জানানোর চল প্রায় নেই বললেই চলে। নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রেন্ডশিপ ডে-তে ভার্চুয়াল বার্তা দিতে পারেন। যেমন-


বন্ধু সেই, যে তোমার জীবনের সবটুকু জেনেও তোমায় ভালোবাসে।
নিজের পরিবার তুমি বেছে নিতে পার না, কিন্তু বন্ধু হল সেই পরিবার যা তুমি বেছে নিতে পার।
বন্ধুত্ব দীর্ঘজীবী হোক! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০২৫।
সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু।
যতই দূরে থাকি না, আমাদের বন্ধুত্ব আজীবনের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]