39585

08/03/2025 মাইকে ঘোষণার পরও ভবন নামেনি অনেকেই, বাইরে উৎসুক জনতার ভিড়

মাইকে ঘোষণার পরও ভবন নামেনি অনেকেই, বাইরে উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট ২০২৫ ১১:৪৭

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। মার্কেটের পঞ্চম তলা গোডাউন হিসেবে ব্যবহার হয়ে আসলেও তবে ভবনটির চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক মানুষজন রয়েছেন। তাদের নিরাপত্তা ঝুঁকি দেখায় ফায়ার সার্ভিসের লোকজন বারবার মাইকিং করছে নিচে নেমে আসার জন্য।

শনিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাছাড়া যোগ দেয় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। কিন্তু মার্কেটের পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক লোকজন এখনও রয়েছে। তাদের বারবার নিচে চলে আসার জন্য মাইকিং করা হলেও তারা নিচে নামছেন না। অনেকেই রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে অনেকেই ছুটে আসেন। উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের উৎসুক জনতাকে সরিয়ে দিতে দেখা গেছে।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সেখানে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগা ওই ফ্লোরটি মার্কেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় সেটি বন্ধ ছিল। শনিবার সকালে সেখানে লোকজন ছিল। যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে মোবাইল এক্সোসেরিজের গোডাউন রয়েছে। তাছাড়া ওই ভবনে ইলেট্রনিক্স পণ্যসহ বিভিন্ন পাইকারি দোকান রয়েছে। শনিবার সকালে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন আশপাশের লোকজন। এরপর মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে।

প্রত্যক্ষদর্শী মো. করিম বলেন, ১১টার দিকে এসে দেখেছি আগুন জ্বলছে। গতকাল শুক্রবার বন্ধের দিন হওয়ার মার্কেট বন্ধ ছিল। শনিবার সকালে যেখানে আগুন লেগেছে, সেখানে সব ইলেকট্রনিকস এর দোকান। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলতে পারছি না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]