39507

08/02/2025 আলোচনায় আসতে বিএনপি নেতাদের নিয়ে বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন: মজনু

আলোচনায় আসতে বিএনপি নেতাদের নিয়ে বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন: মজনু

জেলা সংবাদদাতা, ফেনী

৩১ জুলাই ২০২৫ ১১:২৯

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেকে আলোচনায় আনতে বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনীর সন্তান রফিকুল আলম মজনু।

বুধবার (৩০ জুলাই) রাতে শহরের শান্তি কোম্পানি রোড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সম্পর্কে আমরা কোনো ধরনের বক্তব্য দিতে চাই না। এমন বক্তব্য দেওয়া আমাদের উচিতও না। নাসীরুদ্দীন পাটওয়ারী বহুবার আমাদের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। মূলত সে এই সমস্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসতে চায়। তার বোঝা উচিত বিএনপি নতুন কোনো দল না।

রফিকুল আলম মজনু আরও বলেন, অনেকে মনে করেন এক মাসের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু বিএনপি অপশক্তি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু এক মাস আন্দোলন করেননি। ১৬ বছর যেভাবে আন্দোলন করেছে জুলাই-আগস্টের আন্দোলনেও বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমরা মনে করি এই ১৬ বছরের আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে।

ফেনী থেকে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার এক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ-সংগ্রাম করেছেন, দীর্ঘদিন জেল খেটেছেন। ফেনী-১ উনার আসন। আমরা দোয়া করি উনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এবং ফেনী-১ আসন থেকে নির্বাচন করে আবার বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এই বিষয়ে কোনো বক্তব্য দিতেও খারাপ লাগে। এটি ম্যাডামের আসন, এ বিষয়ে এতো বক্তব্য কিসের?

বিগত সময়ে ফেনী-১ আসন সুসংগঠিত করতে নিজের ভূমিকার কথা তুলে ধরে মজনু বলেন, ম্যাডামের প্রতিনিধি হিসেবে এই এলাকা দেখার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১৮ সাল থেকে আমি এ আসন দেখছি। সব দিক থেকে এ আসনকে সুশৃঙ্খল ও সুন্দর করতে বেগম খালেদা জিয়ার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করেছি। এ আসন কতটুকু সুসংগঠিত করেছি সেটি আগামী নির্বাচনে আপনারা দেখবেন।

মজনু আরও বলেন, যেহেতু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন আমরা আশাবাদী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন ও জনপ্রতিনিধি ছাড়া দেশ পরিচালনা করা অনেক কঠিন ব্যাপার। এভাবে দেশ চলতে পারে না। একটি সুষ্ঠু নির্বাচন যেহেতু মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি আমরা আশা করি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এতে আমরাও উনাকে সহযোগিতা করব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]