39505

08/02/2025 মা হচ্ছেন ক্যাটরিনা!

মা হচ্ছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

৩১ জুলাই ২০২৫ ১১:০৯

দাম্পত্য জীবনের সাড়ে তিন বছর পেরিয়ে গেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে বেশ সুখে আছেন তারকা জুটি। প্রায় সময় একইসঙ্গে দেখা। মাঝে ভালোবাসা পালানোর কথা শোনা গেলেও তাঁরা ধরে রেখেছেন। এবার গুঞ্জন মা হতে যাচ্ছেন ক্যাটরিনা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গতকাল সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখে গেছে, অভিনেত্রীর পরনে সাদা ঢিলেঢালা কো-অর্ড সেট। কোনো মেকআপ নেননি, মাস্কে ঢাকা মুখ। একেবারে ধীর গতিতে অতি সতর্কতার সঙ্গে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন। আর গাড়ি থেকে নেমে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। এমন ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে।

অভিনেত্রীর পরনের ঢিলেঢালা পোশাক এবং সতর্কতার সঙ্গে পা ফেলের দৃশ্য অনুরাগীদের মনের জল্পনাকে আরও বেড়িয়ে তুলেছে। পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন। একাধিকবার অভিনেত্রীর অস্বস্তি ধরা পড়েছে লেন্সে। অভিনেত্রীর অনুরাগীরা মনে করছেন স্ফীতোদরের জন্যই বোতাম আটকাতে পারেননি।

জানা গেছে, কাজের ব্যস্ততার মধ্যেই নিজেদের মতো একান্ত সময় কাটাতে আলিবাগে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা। গাড়িতে গেলে দীর্ঘ সময় ব্যায় হবে এ জন্য বিকল্প হিসেবে বোট করে আলিবাগে গেছেন এ জুটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]